Word:

সুপার

Number of occurrences: 330 Rank: 1,608 Frequency class: 8

Examples

  • ৮৬ পেটাফ্লপ গতিতে কাজ করতে সক্ষম তিয়ানহে-২ সুপার কম্পিউটারটি যুক্তরাষ্ট্র ও জাপানের সুপার কম্পিউটারের গতিকে পেছনে ফেলেছে। (www.anandabazar.com, collected on 28/02/2014)
  • ৮৬ পেটাফ্লপ গতিতে কাজ করতে সক্ষম তিয়ানহে-২ সুপার কম্পিউটারটি যুক্তরাষ্ট্র ও জাপানের সুপার কম্পিউটারের গতিকে পেছনে ফেলেছে। (www.anandabazar.com, collected on 28/02/2014)
  • অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া বলেছেন, “পুলিশ দ্রুত তদন্ত শেষ করার চেষ্টা করছে।” (www.anandabazar.com, collected on 28/02/2014)
  • অতিরিক্ত পুলিশ সুপার কে কে গুপ্ত জানান, তাদের দেহে আঘাতের চিহ্ন নেই। (www.thedailysangbad.com, collected on 27/02/2014)
  • অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, হরতালের আগে ও পরে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির ২ কর্মীকে আটক করেছে পুলিশ। (www.dainikdestiny.com, collected on 28/02/2014)
  • অধিকর্তা ও সুপার দুজনেই তো বলছেন আপনার কথাতেই আরাবুল আইসিসিইউ-তে রয়েছেন। (www.jugantor.com, collected on 28/02/2014)
  • অনুষ্ঠানের মধ্যমনি হিসেবে এই কনফারেন্সে যুক্তরাজ্যের বিভিন্ন সুপার স্টোর আজদা, টেসকো, মরিসন, সিন্সবেরি হতে বিভিন্ন ম্যানেজার ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। (www.rtnn.net, collected on 27/02/2014)
  • অন্যদিকে শনিবার ভারতের মহদীপুর স্থলবন্দর থেকে পণ্যবাহী (পেঁয়াজ ও ফল) গাড়ি সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করতে শুরু করে বলে সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের দায়িত্বরত সুপার হানিফ জানান। (www.dainikdestiny.com, collected on 27/02/2014)
  • আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসের খেলা দেখতে মৌটুসী ও তাঁর দিদি মৌসুমী মামা এবং মামাতো ভাইয়ের সঙ্গে ইডেনে যান। (www.dainikdestiny.com, collected on 28/02/2014)
  • আগোরা, মীনা বাজার, স্বপ্ন থেকে শুরু করে রাজধানীর প্রায় সব সুপার শপ ও নামিদামি দোকান তার কাছ থেকে পিঠা নিয়ে যায়। (www.dainikdestiny.com, collected on 28/02/2014)

Words occurring in the Same Sentence

পুলিশ (560), জেলা (148), জানান (119), শপের (107), বলেন (94), শপ (92), হামিদুল (89), হাসপাতালের (85), জেলার (84), অতিরিক্ত (79), স্পেশ্যালিটি (76), চেন্নাই (69), হাসপাতাল (59), কাপ (49), জয়পুরহাট (46), সহকারী (44), আক্কেলপুর (44), সদর (41), সুধীরকুমার (41), কিংস (40), কাপের (39), আলম (39), আক্কেলপুর উপজেলা (39), মার্কেট (38), কিংসের (34), শপে (34), পাঁচবিবি (34), শর্মা (34), মুরলীধর (33), কালাই (32), স্ট্রাকচার (30), গ্রামীণফোন (30), ক্ষেতলাল (27), সব্যসাচী (26), পুলিশের (26), মার্কেটের (25), জেলাশাসক (25), পিলার (24), ট্যাংক (24), মাদ্রাসার (23), মেডিক্যাল (23), সুপারকে (23), অধ্যক্ষ (22), থেকে (22), আজিজ (20), জন (20), প্রশাসক (20), মহম্মদ (20), মেশিন (20), ফ্লাইওভারের (20), তদন্ত (19), গাজী (19), মাংস (18), কাছ (18), জেলের (18), দায়িত্ব (17), বন্ধ। (17), মুর্শিদাবাদ (17), গাজীপুরে (17), জানিয়েছেন (17)

Word graph

সুপারহামিদুলহাসপাতালেরস্পেশ্যালিটিহাসপাতালজয়পুরহাট