Word:

নজরদারি

Number of occurrences: 283 Rank: 1,860 Frequency class: 8

Examples

  • ১৯৬৯ সালে তৈরি এই সোসাইটির মূল কাজ গায়ক, গীতিকার এবং সুরকারদের হয়ে কপিরাইট আইন মানা হচ্ছে কি না, তার উপর নজরদারি করা। (www.anandabazar.com, collected on 27/02/2014)
  • ১৯৬৯ সালে তৈরি সোসাইটির মূল কাজ গায়ক, গীতিকার ও সুরকারদের হয়ে কপিরাইট আইন মানা হচ্ছে কি না, তার উপর নজরদারি করা। (www.anandabazar.com, collected on 28/02/2014)
  • ২০০৭ সালর থেকে প্রিজম নামের গোপন নজরদারি কর্মসূচি চালু করে আমেরিকা। (www.anandabazar.com, collected on 02/03/2014)
  • ২০১২ সালে আইন পাস করে ইন্টারনেট-ব্যবস্থার ওপর কড়া নজরদারি ও ব্যবহারকারীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে চীন। (www.jugantor.com, collected on 02/03/2014)
  • ২০১৬ সালে করোনার উপরে নজরদারি চালাতে ‘আদিত্য’ নামে একটি মহাকাশযান পাঠানোর পরিকল্পনা রয়েছে। (www.anandabazar.com, collected on 28/02/2014)
  • ৫০টি ব্লগের ওপর তারা নজরদারি করছে। (www.dainikdestiny.com, collected on 28/02/2014)
  • অন্যদিকে ভ্যাটিকানের ফোন কলের ওপর নজরদারি করার বিষয়টি অস্বীকার করে এনএসএ জানায়, ইতালির সংবাদ মাধ্যমে যে খবরটি এসেছে তা সত্য নয়। (www.jugantor.com, collected on 02/03/2014)
  • অন্য দেশের নাগরিকদের উদ্দেশে ওবামা বলেন, বিশ্বজুড়ে বিভিন্ন দেশের নাগরিকদের এটা জানা উচিত যে মার্কিন জাতীয় স্বার্থের জন্য হুমকি না হলে বিদেশি কোনো নাগরিকের ওপর নজরদারি করে না ওয়াশিংটন। (www.prothom-alo.com, collected on 28/02/2014)
  • অর্থ মন্ত্রণালয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ স্থাপন করে বলা হয়েছিল যে এসব ব্যাংকের ওপর নজরদারি করা হবে। (www.jugantor.com, collected on 03/03/2014)
  • অর্থাৎ ফুডের টেস্ট ঠিক আছে কি না, এ বিষয়ে তারা কঠোর নজরদারি করে থাকে। (www.jugantor.com, collected on 01/03/2014)

Word graph

example graph