Word:

নজরদারি

Number of occurrences: 283 Rank: 1,860 Frequency class: 8

Examples

  • ১৯৬৯ সালে তৈরি এই সোসাইটির মূল কাজ গায়ক, গীতিকার এবং সুরকারদের হয়ে কপিরাইট আইন মানা হচ্ছে কি না, তার উপর নজরদারি করা। (www.anandabazar.com, collected on 27/02/2014)
  • ১৯৬৯ সালে তৈরি সোসাইটির মূল কাজ গায়ক, গীতিকার ও সুরকারদের হয়ে কপিরাইট আইন মানা হচ্ছে কি না, তার উপর নজরদারি করা। (www.anandabazar.com, collected on 28/02/2014)
  • ২০০৭ সালর থেকে প্রিজম নামের গোপন নজরদারি কর্মসূচি চালু করে আমেরিকা। (www.anandabazar.com, collected on 02/03/2014)
  • ২০১২ সালে আইন পাস করে ইন্টারনেট-ব্যবস্থার ওপর কড়া নজরদারি ও ব্যবহারকারীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে চীন। (www.jugantor.com, collected on 02/03/2014)
  • ২০১৬ সালে করোনার উপরে নজরদারি চালাতে ‘আদিত্য’ নামে একটি মহাকাশযান পাঠানোর পরিকল্পনা রয়েছে। (www.anandabazar.com, collected on 28/02/2014)
  • ৫০টি ব্লগের ওপর তারা নজরদারি করছে। (www.dainikdestiny.com, collected on 28/02/2014)
  • অন্যদিকে ভ্যাটিকানের ফোন কলের ওপর নজরদারি করার বিষয়টি অস্বীকার করে এনএসএ জানায়, ইতালির সংবাদ মাধ্যমে যে খবরটি এসেছে তা সত্য নয়। (www.jugantor.com, collected on 02/03/2014)
  • অন্য দেশের নাগরিকদের উদ্দেশে ওবামা বলেন, বিশ্বজুড়ে বিভিন্ন দেশের নাগরিকদের এটা জানা উচিত যে মার্কিন জাতীয় স্বার্থের জন্য হুমকি না হলে বিদেশি কোনো নাগরিকের ওপর নজরদারি করে না ওয়াশিংটন। (www.prothom-alo.com, collected on 28/02/2014)
  • অর্থ মন্ত্রণালয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ স্থাপন করে বলা হয়েছিল যে এসব ব্যাংকের ওপর নজরদারি করা হবে। (www.jugantor.com, collected on 03/03/2014)
  • অর্থাৎ ফুডের টেস্ট ঠিক আছে কি না, এ বিষয়ে তারা কঠোর নজরদারি করে থাকে। (www.jugantor.com, collected on 01/03/2014)

Words occurring in the Same Sentence

ওপর (237), গোয়েন্দা (226), কড়া (75), কড়া (72), কঠোর (64), এনএসএ (62), গোপন (52), উপর (47), মার্কিন (44), বাড়ানো (43), লালবাজারের (38), বাড়ানো (38), যুক্তরাষ্ট্রের (34), সার্বক্ষণিক (34), নিরাপত্তা (34), জার্মানি (32), পুলিশি (31), চালানো (31), করা (31), যুক্তরাষ্ট্র (30), কুরিয়ার (29), বিভিন্ন (29), গোয়েন্দা (28), ওবামা (26), এনএসএ। (25), র‌্যাব (25), বিশেষ (24), জোরদার (23), নির্দেশ (22), এলাকায় (22), বৃদ্ধি (22), জানান (22), টহল (21), বাড়াতে (21), নিয়মিত (21), পুলিশ (20), তথ্যের (20), চলবে। (20), সিসিটিভি (20), না (20), গোয়েন্দারা (19), হচ্ছে। (19), যাতে (18), জার্মানির (18), ফাঁস (18), চলছে। (17), মনিটরিং (17), দফতরের (16), পরিস্থিতির (16), নিশ্চিত (16), ফ্রান্স (16), (15), পুলিশের (15), গোয়েন্দা (14), করছে (14), মানা (14), বাড়ানো (14), সুপার (13), পরস্পরের (13), শাখার (13)

Word graph

example graph
নজরদারিগোয়েন্দাকড়াকঠোরএনএসএগোপনউপরমার্কিনলালবাজারেরযুক্তরাষ্ট্রের